সের্ক্লে ব্রুজ
পূর্ণ নাম | সের্ক্লে ব্রুজ কনিঙ্কলিয়েকে ভোয়েতবালভেরেনিগিং | ||
---|---|---|---|
ডাকনাম | গ্রোন এন জোয়ার্ট (সবুজ এবং কালো), ডে ভেরেনিগিং, ডে প্লখ ফান্ট স্টাড | ||
প্রতিষ্ঠিত | ১৮৯৯ | ||
মাঠ | ইয়ান ব্রেয়ডেল স্টেডিয়াম[১] | ||
ধারণক্ষমতা | ২৯,০৬১ | ||
মালিক | দিমিত্রি রিবলভলেভ | ||
সভাপতি | ভিনসেন্ট খোমের | ||
ম্যানেজার | পল ক্লেমেন্ট | ||
লিগ | বেলজীয় প্রথম বিভাগ এ | ||
২০১৯–২০ | ১৪তম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
সের্ক্লে ব্রুজ কনিঙ্কলিয়েকে ভোয়েতবালভেরেনিগিং (ওলন্দাজ উচ্চারণ: [ˈsɛrklə ˈbrɵɣə ˈkoːnɪŋkləkə ˈspɔrtfəˌreːnəɣɪŋ]; এছাড়াও সের্ক্লে ব্রুজ কেএসভি নামে পরিচিত) হচ্ছে ব্রুজ ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ এ-এ খেলে। এই ক্লাবটি ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। সের্ক্লে ব্রুজ কেএসভি তাদের সকল হোম ম্যাচ ব্রুজের ইয়ান ব্রেয়ডেল স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৯,০৬১।[১] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পল ক্লেমেন্ট এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভিনসেন্ট খোমের। ফরাসি রক্ষণভাগের খেলোয়াড় জেরেমি তারাভেল এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]
ঘরোয়া ফুটবলে, সের্ক্লে ব্রুজ কেএসভি এপর্যন্ত ১০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি বেলজীয় প্রথম বিভাগ, ৫টি বেলজীয় দ্বিতীয় বিভাগ এবং ২টি বেলজীয় কাপ শিরোপা রয়েছে।
অর্জন
[সম্পাদনা]ঘরোয়া
[সম্পাদনা]- বেলজীয় প্রথম বিভাগ:
- বেলজীয় দ্বিতীয় বিভাগ:
- চ্যাম্পিয়ন (৫): ১৯৩৭–৩৮, ১৯৭০–৭১, ১৯৭৮–৭৯, ২০০২–০৩, ২০১৭–১৮
- রানার-আপ (১): ১৯৬০–৬১
- বেলজীয় কাপ:
- বেলজীয় সুপার কাপ:
- রানার-আপ (২): ১৯৮৫, ১৯৯৬
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "ইয়ান ব্রেয়ডেল স্টেডিয়াম"। transfermarkt.com। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২০।
- ↑ ক খ "সের্ক্লে ব্রুজ কেএসভি"। transfermarkt.com। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২০।
আরো পড়ুন
[সম্পাদনা]- রোলান্ড পডেভেইন, সের্ক্লে ব্রুজ ১৮৯৯–১৯৮৯, সের্ক্লে ব্রুজ কেএসভি, ১৯৮৯
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ওলন্দাজ) (ফরাসি) (ইংরেজি)