মেঘের অনেক রং
মেঘের অনেক রং | |
---|---|
পরিচালক | হারুনর রশিদ |
প্রযোজক | আনোয়ার আশরাফ শাজীদা শামীম |
চিত্রনাট্যকার | হারুনর রশিদ |
কাহিনিকার | হারুনর রশিদ |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | ফেরদৌসী রহমান |
চিত্রগ্রাহক | হারুন-অল-রশীদ |
সম্পাদক | আতিকুর রহমান মল্লিক |
পরিবেশক | সালাউদ্দিন চিত্রকল্প (১৯৭৬) লেজার ভিশন (২০১১) |
মুক্তি | ১২ নভেম্বর, ১৯৭৬ |
স্থিতিকাল | ৭৮ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
মেঘের অনেক রং ১৯৭৬ সালে নির্মিত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হারুনর রশিদ। রত্না কথাচিত্রের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আনোয়ার আশরাফ ও শাজীদা শামীম। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনান প্রমুখ।[১] মেঘের অনেক রং বাংলাদেশের দ্বিতীয় রঙ্গীন চলচ্চিত্র এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম রঙিন চলচ্চিত্র।
কাহিনি সংক্ষেপ
[সম্পাদনা]চলচ্চিত্রটির উপজীব্য বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সে সময়ে লাঞ্ছিত নারীরা। যুদ্ধে পাক বাহিনীর দ্বারা লাঞ্ছিত এক নারী আত্মহত্যার পথ বেছে নেয়। তার সদ্যবোধ সম্পন্ন ছেলে খুঁজে বেড়ায় তার মাকে। অবশেষে আশ্রয় পায় এক ডাক্তার দম্পতির কাছে।
শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- মাথিন - মাথিন
- ওমর এলাহী - ওমর
- রওশন আরা - ডাক্তার রওশন
- আদনান - আদনান
- জয়ন্তী
- উচিংমা
- মিলি
- শেখ মতিউর রহমান
- ডাঃ এস এম চৌধুরী
নির্মাণ
[সম্পাদনা]মেঘের অনেক রং ছবির নির্মাতা হারুনর রশীদ প্রধান নারী চরিত্রে একজন পাহাড়ী মেয়ে সন্ধান করছিলেন। মাথিন তখন রাঙামাটিতে নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তার মেসো রশীদকে মাথিনের কাজের মহড়ায় নিয়ে আসেন। রশীদ তার কাজ দেখে তাকে এই ছবির জন্য নির্বাচন করেন।[২]
সঙ্গীত
[সম্পাদনা]মেঘের অনেক রং চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন ফেরদৌসী রহমান।
পুরস্কার
[সম্পাদনা]পুরস্কার শিরোনাম | বিভাগ | পুরস্কারপ্রাপ্ত | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | আনোয়ার আশরাফ (প্রযোজক) | বিজয়ী | [৩] |
শ্রেষ্ঠ পরিচালক | হারুনর রশীদ | বিজয়ী | ||
শ্রেষ্ঠ শিশু শিল্পী | মাস্টার আদনান | বিজয়ী | ||
শ্রেষ্ঠ সংগীত পরিচালক | ফেরদৌসী রহমান | বিজয়ী | ||
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | হারুন-উর-রশীদ | বিজয়ী | ||
বাচসাস চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ শিশু শিল্পী | আদনান | বিজয়ী | [৪] |
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক | আতিকুর রহমান মল্লিক | বিজয়ী | ||
বিশেষ পুরস্কার | হারুনর রশীদ | বিজয়ী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কিছু কালজয়ী চলচ্চিত্র"। দৈনিক প্রথম আলো। ৩ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৮।
- ↑ খানম, এমিলিয়া (১৮ ডিসেম্বর ২০১১)। "পাহাড়ের পাতার ধ্বনি এখনো শুনতে পাই: মাথিন"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। এফডিসি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৮।
- ↑ জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৭৪। আইএসবিএন 984-70194-0045-9।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে মেঘের অনেক রং (ইংরেজি)