আল সৌদ
আল সৌদ | |
---|---|
রাষ্ট্র | সৌদি আরব |
উপাধি | |
প্রতিষ্ঠাকাল | ১৭৪৪ খ্রিষ্টাব্দ (মুহাম্মদ বিন সৌদ কর্তৃক) |
বর্তমান প্রধান | সালমান বিন আবদুল আজিজ |
আল সৌদ (আরবি: آل سعود Āl Saʻūd) বা সৌদ পরিবার হল সৌদি আরব শাসনকারী রাজবংশ। এতে হাজারেরও বেশি সদস্য রয়েছে। মুহাম্মদ বিন সৌদ ও তার ভাইদের বংশধরদের নিয়ে এই পরিবার গঠিত। বর্তমানে মূলত আবদুল আজিজ ইবনে সৌদের বংশধররা এই রাজবংশের নেতৃত্ব দিয়ে থাকেন।
রাজ পরিবারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হলেন সৌদি আরবের বাদশাহ। প্রথম বাদশাহ ইবনে সৌদের এক ছেলে থেকে অন্য ছেলের হাতে বাদশাহর ক্ষমতা হস্তান্তরিত হয়ে আসছে। হিসাব অনুযায়ী রাজপরিবারের মোট সদস্য সংখ্যা ১৫,০০০ তবে অধিকাংশ ক্ষমতা ২,০০০ জনের হাতে ন্যস্ত রয়েছে।
আল সৌদ তিনটি পর্যায়ের মধ্য দিয়ে গিয়েছে। এগুলো যথাক্রমে প্রথম সৌদি রাষ্ট্র, দ্বিতীয় সৌদি রাষ্ট্র ও আধুনিক সৌদি আরব। প্রথম সৌদি রাষ্ট্রকে ওয়াহাবিবাদের বিস্তার হিসেবে ধরা হয়। দ্বিতীয় সৌদি রাষ্ট্র অভ্যন্তরীণ লড়াইয়ের কারণে চিহ্নিত হয়। আধুনিক সৌদি আরব মধ্য প্রাচ্যে প্রভাবশালী। পূর্বে আল সৌদের সাথে উসমানীয় সাম্রাজ্য, মক্কার শরিফ, আল রশিদ ও কিছু ইসলামবাদি গোষ্ঠীর সাথে দেশের ভেতরে ও বাইরে সংঘর্ষ ছিল।
পদবি
[সম্পাদনা]আল সৌদ অর্থ "সৌদের পরিবার"। ১৮ শতকে রাজবংশের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন সৌদের নাম থেকে এই নামটি এসেছে।[১]
বর্তমানে আল সৌদ পদবিটি মুহাম্মদ বিন সৌদ বা তার তিন ভাই ফারহান, সুনায়ান ও মিশারির বংশধরদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া এই বংশের অন্যান্য কিছু শাখা রয়েছে। সৌদি রাজমুকুটের অধিকারী না হলেও এসকল শাখা বংশের ব্যক্তিরা গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকতে পারে। শাখা বংশের সদস্যদের সাথে কখনো আল সৌদ সদস্যদের বিবাহসম্পর্ক স্থাপিত হয়।
বাদশাহ আবদুল আজিজ ইবনে সৌদের পুত্র ও নাতিদের ক্ষেত্রে রাজকীয় পদবি “হিজ রয়াল হাইনেস” ব্যবহৃত হয়। তবে অন্যান্য শাখা বংশের সদস্যদের ক্ষেত্রে “হিজ হাইনেস” ব্যবহৃত হয়।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Hariri-Rifai, Wahbi; Hariri-Rifai, Mokhless (১৯৯০)। The heritage of the Kingdom of Saudi Arabia। পৃষ্ঠা 26। আইএসবিএন 978-0-9624483-0-0।
আরও পড়ুন
[সম্পাদনা]- Alexei Vassiliev, The History of Saudi Arabia, London, UK: Al Saqi Books, 1998
- David Holden & Richard Johns, The House of Saud, Pan, 1982, 0-330-26834-1
- Madawi Al-Rasheed, A History of Saudi Arabia, Cambridge University Press, 2002, আইএসবিএন ০-৫২১-৬৪৪১২-৭
- The House of Saud by David Holden and Richard Johns. Contains 538 pages, plus bibliography, index, and family history, also sections of Black and White plates. (Detail taken from The House of Saud, a reprint. First published by Sidgwick and Jackson in 1981 with an আইএসবিএন ০-২৮৩-৯৮৪৩৬-৮.)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- A Chronology: The House of Saud, Frontline, PBS (Public Broadcasting Service), ১ আগস্ট ২০০৫
- The House of Saud: A View of the Modern Saudi Dynasty, Frontline, PBS (Public Broadcasting Service), ১ আগস্ট ২০০৫
- Structure of the House of Saud (পিডিএফ), Global Security
- "Saudi Royal Family Directory"। Online Bios Inc.।